শিরোনাম
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবসের সন্মাননা স্মারক গ্রহণ করলেন স্কাউট সদস্য আবীর কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত জাহান আরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কাটাখালী নদী সংস্কারের দাবিতে মানববন্ধন তাড়াশে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত উল্লাপাড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা নুর কায়েম সবুজের নেতৃত্বে রজব আলী কলেজের নতুন অধ্যায় তাড়াশে জাতীয় যুব দিবস পালিত আওয়ামীলীগ চারিত্রিক ভাবেই ফ্যাসিস্ট- বিএনপি স্থায়ী কমিটির সদস্য টুকু সিরাজগঞ্জে পুলিশের নিয়োগ পদে দ্বিতীয় দিন সম্পন্ন সিরাজগঞ্জে অবৈধভাবে এলজিইডি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

একসাথে সমৃদ্ধি শ্লোগান নিয়ে কোচ কাঞ্চন একাডেমির মিলনমেলা

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

দেশের ই-লার্নিং ইতিহাসে অ্যালামনাইদের নিয়ে সবচেয়ে বড় মিলনমেলা হয়ে গেলো রাজধানী ঢাকায়।

‘একসাথে সমৃদ্ধি’ (Thrive Together) থিমের উপর ভিত্তি করে শনিবার রাজধানীর ফরটিস ডাউনটাউন রিসোর্টের মিলনায়তন এবং বিশাল উন্মুক্ত মঞ্চে এলামনাই আপলিফট প্রোগ্রাম আয়োজন করে কোচ কাঞ্চন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোচ কাঞ্চন একাডেমির পাঁচ শতাধিক অ্যালামনাইরা অংশ নেন।
যাদের মধ্যে রয়েছেন তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম ভাগে সকালে ব্রেইন সায়েন্স এর উপর স্পেশাল সেশন নেন একাডেমির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম আর্ন্তজাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার কোচ কাঞ্চন।
দ্বিতীয় অংশে বাংলাদেশের জনপ্রিয় ও লিংডিং বিজনেস মেন্টর , দুইবারের রকমারি বেস্টসেলার লেখক কোচ কাঞ্চনের পঞ্চম বই “ক্যাশ মেশিন” এর উদ্বোধন হয়।। সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাডেমির বিভিন্ন পর্যায়ের ১০ জন প্রশিক্ষনার্থীদের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার এওয়ার্ড’ এবং ৫ জনকে ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার এওয়ার্ড’ দেয়া হয়।

মিলনমেলায় সমবেতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কোচ কাঞ্চন বলেন, “আমি অনেক লস করে ট্রাজেডির মধ্য দিয়ে আজকের সফল অবস্থানে এসেছি। আমি চাইনা আমার মতো আপনারাও এতো কষ্ট করেন। তাইতো আমার সব লার্নিং আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করছি। এই মহা মিলনমেলা বাংলাদেশের ই-লার্নিং ইতিহাসে এক নতুন ইতিহাসের
সূচনা করলো। ইতিহাসের এই পথ বেয়েই আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। এই আয়োজন ই-লার্নিং সম্বন্ধে মানুষের আস্থা বাড়াবে।
তিনি বলেন, আমরা অনলাইন ট্রেইনিং আরও প্রসারিত করে অ্যালামনাই’র সংখ্যাকে খুব দ্রুতই পরিণত করতে চাই এক কোটিতে। যেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল উদ্যোক্তা ও স্ট্রাগলিং মানুষগুলো কোচ কাঞ্চন একাডেমির মাধ্যমে সঠিক দিক নির্দেশনা, স্কিল ডেভেলপমেন্ট এবং পরিপূর্ণ কোচিং-এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে ও দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারে। নিজেরা হ্যাপিয়ার ও হেলদিয়ার লাইফ লিড করতে পারেন।
অনুষ্ঠানে এক লক্ষ কোটিপতি তৈরির ঘোষণাও দেন
কোচ কাঞ্চন।
তিনি মনে করেন দক্ষ উদ্যোক্তা তৈরি করা গেলে দেশের অর্থনীতি পালটে দেয়া সম্ভব।

দশ লক্ষ দক্ষ উদ্যাক্তা তৈরির মিশনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কোচ কাঞ্চন টিম।
২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী কোচ কাঞ্চন একাডেমির বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে উপকৃত হয়েছে। কোচ কাঞ্চনের বই পড়েছেন ৫০ হাজারেরও বেশি পাঠক। কোচ কাঞ্চন একাডেমির এই মেগা মিলনমেলা ছিল পারস্পারিক সু-সম্পর্ক তৈরি ও হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ।


আপনার মতামত লিখুন :

One response to “একসাথে সমৃদ্ধি শ্লোগান নিয়ে কোচ কাঞ্চন একাডেমির মিলনমেলা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর