সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সলঙ্গা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম ছেড়ে ছাত্রীরা শাড়ী,গহনা পরিহিত সুন্দর সাজ সজ্জায় সকাল থেকেই বিদ্যালয় মাঠ যেন মিলন মেলায় রুপ নেয়। আজ বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও থানা আওয়ামী লীগের সিনি: সহ সভাপতি ফনি ভুষন পোদ্দারের সভাপতিত্বে এবং শিক্ষক শাহাদত হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ম্যানেজিং কমিটির সদস্য হাজী সেলিম, আব্দুল আলিম, সোহেল আরমান,শিক্ষক সবুজ কুমার বসু,আব্দুল মমিন, মিতালি, নাসরিনসহ অনেকে। পরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিবেশন করেন, মৌলভী শিক্ষক উজ্জল হোসেন।উল্লেখ্য,এ বছর উক্ত বিদ্যালয় হতে মোট ১৭২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবেন।