কবির মনে দুঃখ দিও না প্রিয়তমা
কবি তোমায় নিয়ে লিখবে
কবিতা ছন্দ ছড়া গল্প উপন্যাস।
ঠিক যে ভাবে তোমাকে মানাবে
কবি সাজিয়ে তুলবে তার মনের মতো।
কবি সারাটা দিন তোমার দিকে চেয়ে থাকবে।
যতক্ষণ পরযন্ত এক ঝাঁক বাবুই পাখি
ডানা মেলে উড়ে না যায় ঐ দূর নীল আকাশে।
কবির মনে দুঃখ দিলে হাড়িয়ে যাবে সমস্ত ছন্দ
এলোমেলো হয়ে যাবে কাল্পনিক রুপ কথার গল্প।
কবি প্রতিদিন শুধু তোমাকে নিয়েই ভাবে প্রিয়তমা
কবির নিদ্রাহীন দৃষ্টি সয়নে সপ্নে তোমাকেই দেখে।
কবির মনের ডাইরিতে আকা
তোমাকে নিয়ে যতো চিত্র যতো ছবি
কবির কাল্পনিক রাজ্যে শুধু।
তুমিই রয়েছো প্রিয়তমা
কবি সময় পেলে তোমাকে নিয়ে।
লিখবে অনেক কবিতা।
তুমি কি ভাবে সেজে ছিলে সেই কাশফুল ফোটা
শরতের পরন্ত বিকেলে
কবি তোমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে।
তুমি কখন আসবে খোলা চুলে
গোজা থাকবে একটি লাল গোলাপ
তোমার পরনে থাকবে রং ধেনু রংগের শাড়ী।
তোমার দু হাত ভরে সাজবে
মেহেদী পাতার রং তাই দেখে কবি মুগ্ধ হয়ে।
তোমায় নিয়ে লিখবে একটি কবিতা
সারাদিন কেটে যাবে তোমায় দেখতে দেখতে।
তবুও কবি এক মুহূর্তের জন্য থামবে না
কখনো কবির মনে কষ্ট দিও না
কখনো কবির মনে দুঃখ দিও না।
কবির মনের ডাইরিতে তোমায়
আগলে রাখবে সারাটা জীবন অনন্তকাল।
কলমেঃ হাবিবুর রহমান হেলাল
স্টুডেন্টঃ রঘু নিলি বিজ্ঞান কলেজ
ঠিকানাঃ গ্রাম দোবিলা, থানা তাড়াশ, জেলা সিরাজগঞ্জ