সোনার পাখি
একটা ভালবাসার সোনার পাখি
যদি গো পাইতাম
তারে বুকে রাখিতাম
রোজ সকালে রোজ বিকালে
ভালবাসার গান শুনতাম।
একটা সুখে পাখি যদি গো পাইতাম
বুকের খাঁচায় তারে পুষতাম
দামি দামি যত খাবার
সে পাখি রে খাওয়াইতাম।
যদি পাইতাম একটা টাকার পাখি
তার দেখে জুড়াইম এ দু’টি আঁখি
আমরা মানব জাতি হাহাকার করে
পাবার আশা লয়ে দিন পার করে
একবার আমার আমার মালিক রে ডাকিলাম?
সন্ধ্যার কিনারে এসে
নিরবে একা বসে
প্রবল হুতাশে এ জীবনে কি পেলাম
জীবন যৌবন সব হারায়ে
স্রষ্টারে একবার দেখিতে না পাইলাম।
লেখক পরিচিতি
রাজিব এক্কা রাজ
গ্রাম:গুল্টা,তারাশ, সিরাজগঞ্জ