নিজস্ব প্রতিবেদক:
” আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছিলো আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবসটি সফল ভাবে সম্পূর্ণ হওয়ায় দিবসটিতে সিরাজগঞ্জ সদর উপজেলা অন্যতম মুক্ত স্কাউট দল অন্বেষণ মুক্ত স্কাউট দলের স্কাউট সদস্য মোঃ রাশেদুল হাসান আবীর দুর্যোগ কালীন বিশেষ একটি মুহূর্ত কে রং তুলিতে আঁকে ছবি টি জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর হাতে তুলেদেন এর পরিপ্রেক্ষিতে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্তৃক রাশেদুল হাসান আবীর কে এ সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ত্রাণ কর্মকর্তা নিজ কার্যালয়ে
অন্বেষণ মুক্ত স্কাউট দলের সদস্য মোঃ রাশেদুল হাসান আবীরের হাতে সন্মাননা ক্রেস্ট হাতে তুলেদেন জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান। এসময়ে উপস্থিত ছিলেন , জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট), মোছাঃ নাহিদা সুলতানা প্রমুখ।