বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ছাত্রনেতা আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারি শামীম রেজা এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজের বিশিষ্ট অধ্যাপকবৃন্দ।
প্রধান অতিথি ছাত্রনেতা আসাদুজ্জামান তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা কখনোই আমাদের কার্যক্রম বন্ধ রাখিনি। মেধাবীদের সাথে সব সময় থাকার জন্য ছাত্রশিবির বদ্ধপরিকর।” তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অভিভাবকদের ছাত্রশিবির সম্পর্কে জানার আহ্বান জানান। তিনি আরও বলেন, “ছাত্রশিবির শিক্ষার্থীদের পাশে থাকে এবং তাদের শিক্ষার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সিরাজগঞ্জ শহর শিবিরের সভাপতি তরিকুল ইসলাম বর্তমান শিক্ষাব্যবস্থার ত্রুটি তুলে ধরে বলেন, “একটি প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত করতে বর্তমান শিক্ষানীতি পরিকল্পিতভাবে প্রণীত হয়েছে।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরেন।
অধ্যাপক মঈন উদ্দিন তার বক্তব্যে ছাত্রশিবিরের ভূমিকার প্রশংসা করে বলেন, “সৎ, দক্ষ ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে ছাত্রশিবির সহায়ক ভূমিকা পালন করছে।” অধ্যাপক ড. হারিস উদ্দিন শিক্ষার্থীদের নৈতিকতার বিকাশে জোর দেন এবং অধ্যাপক ড. ইসমাইল হোসেন ছাত্রশিবিরের সিলেবাসের গুরুত্ব উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। নবীনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সৃজনশীল প্রকাশনা উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী অনুভূতি প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ঝর্ণা আক্তার/ আজকের সিরাজগঞ্জ