শিরোনাম
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবসের সন্মাননা স্মারক গ্রহণ করলেন স্কাউট সদস্য আবীর কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত জাহান আরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কাটাখালী নদী সংস্কারের দাবিতে মানববন্ধন তাড়াশে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত উল্লাপাড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা নুর কায়েম সবুজের নেতৃত্বে রজব আলী কলেজের নতুন অধ্যায় তাড়াশে জাতীয় যুব দিবস পালিত আওয়ামীলীগ চারিত্রিক ভাবেই ফ্যাসিস্ট- বিএনপি স্থায়ী কমিটির সদস্য টুকু সিরাজগঞ্জে পুলিশের নিয়োগ পদে দ্বিতীয় দিন সম্পন্ন সিরাজগঞ্জে অবৈধভাবে এলজিইডি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

তাড়াশে স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামী আটক

শফিকুল ইসলাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় অন্তরা খাতুন (৩৫) নামের প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামীর বিরুদ্ধে।

গত রোববার (১৩ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পিটিয়ে হত্যার স্বীকার অন্তরা খাতুন ওই গ্রামের বাদল সরকারের ছেলে আলমগীর হোসেনের প্রথম স্ত্রী।
বিষয়টি প্রাথমিক ভাবে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গভীর রাতে গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আর গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ আছে। যে কারণে স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গুল্টা হাজীপাড়া গ্রামে বাদল সরকারের ছেলে আলমগীর হোসেনের প্রায় ২০ বছর পুর্বে ঢাকায় পোশাক করারখানায় চাকুরী করার সময় বরিশাল জেলার মেয়ে অন্তরার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা দুজন বিয়ে করে, আলমগীরের গ্রামের বাড়িতে বসবাস করেন। তাদের ঘরে একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। অবশ্য মেয়েকে তারা বিয়েও দিয়েছেন।

এদিকে, কিছুদিন পুর্বে আলমগীর হোসেন অন্যত্র দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে প্রথম স্ত্রী অন্তরা খাতুন প্রতিবাদ করেন। যা নিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে বিরোধের সৃষ্টি হয়। আর গত রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় আলমগীর তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনার প্রস্তাব দিলে প্রথম স্ত্রী অন্তরা খাতুন প্রতিবাদ করেন। তখন রেগে গিয়ে স্বামী আলমগীর হোসেন অন্তরাকে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে অন্তরা খাতুনকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গলায় রশিয়ে পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারনা চালান তিনি।

পরে তাড়াশ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গৃহবধুর মরদেহ উদ্ধার করেন। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে গৃহবধুর শরীরের অসংখ্য আঘাতের চিহৃ দেখতে পান এবং তাৎক্ষনিকভাবে স্বামী আলমগীর হোসেনকে আটক করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, সোমবার সকালে গৃহবধুর মরদেহ ময়নাতদন্ত করার জন্য সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে গৃহবধুর স্বজনদের থানায় আসতে বলা হয়েছে। তারা আসলে মামলা দায়ের সম্পন্ন করা হবে।

 

ঝর্ণা আক্তার/ আজকের সিরাজগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর