“যদি চান সুস্থ জীবন গড়তে হবে বনায়ন” সকল ভালো কাজে ভিলেজ ভিশন সবার পাশে। ভিলেজ ভিশন বাংলাদেশ এর উদ্যোগে, সবুজ বনায়নের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য নিশ্চিত করনের লক্ষ্যে, বজ্রপাত নিরাময় প্রাকৃতিক ম্যাগনেট খ্যাত তালগাছ সৃষ্টির উদ্দেশ্যে, তাড়াশ উপজেলার বিভিন্ন কাঁচা পাকা সড়ক, পতিত টিলা, ভিটা, ফসলি মাঠ, ছোটবড় বাজারস্থ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯ সাল থেকে শুরু করে ২০২৪ সালের (১০ অক্টোবর) পর্যন্ত ত্রিশ হাজার পাঁচ শত তাল বীজ বপন করা হয়েছে। যা চলতি মৌসুমে অক্টোবর পর্যন্ত চলমান থাকবে এবং লক্ষ্য ৪৫০০ তালবীজ রোপন করা। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগ্রহীদের অনুরোধে আরো পাঁচ হাজার তালের বীজ সরবরাহ করা হয়েছে।
বিশেষ করে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট, চায়নাবাধ এলাকায়ও তাল বীজ বপন করা হয়েছে। তাড়াশ উপজেলার যে এলাকাগুলোতে রোপণ করা হয়েছে সেগুলো হচ্ছে পৌষার নিমগাছি রাস্তা, পেঙ্গুয়ারী থেকে বেরখারি, বিনোদপুর থেকে বারুহাস, তাড়াশ বাধের বটতলা থেকে মাগুড়াবিনোদ, তাড়াশ শ্মশান এলাকা, তাড়াশ সদরের পল্লী বিদ্যুৎ থেকে সলঙ্গা রোডের আমসাগর পর্যন্ত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমেরিকা প্রবাসী রাকিবুল হাসনাত ইভানের অর্থায়ন ও ভিলেজ ভিশন তাড়াশের উদ্যোগ ও বাস্তবায়নে এই তাল বীজ বপন করা হয়েছে।
এই উদ্যোগের সার্বিক নেতৃত্ব দিয়েছেন ভিলেজ ভিশন, তাড়াশের পরিচালক শরীফ খোন্দকার।সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন, সমাজকর্মী ও ভিলেজ ভিশনের উপদেষ্টা সাইফুল ইসলাম, “অক্সিজেনের ফেরিওয়ালা” চ্যানেলের এডমিন ও এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আবুল হোসেন, সমাজকর্মীও তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সহসভাপতি ইতি মিলন, তাড়াশ স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ভিলেজ ভিশনের স্বেচ্ছাকর্মী, বশির আহমেদ বাপ্পী, মোহাম্মদ রিপন আহমেদ ও তুহীন সরকার সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, এই তাল বীজ বপনের উদ্যোগে বীজ দিয়ে ও শ্রম দিয়ে সর্বাত্বক সহযোগিতা করেছেন।
ঝর্ণা আক্তার/ আজকের সিরাজগঞ্জ