শিরোনাম
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবসের সন্মাননা স্মারক গ্রহণ করলেন স্কাউট সদস্য আবীর কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত জাহান আরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কাটাখালী নদী সংস্কারের দাবিতে মানববন্ধন তাড়াশে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত উল্লাপাড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা নুর কায়েম সবুজের নেতৃত্বে রজব আলী কলেজের নতুন অধ্যায় তাড়াশে জাতীয় যুব দিবস পালিত আওয়ামীলীগ চারিত্রিক ভাবেই ফ্যাসিস্ট- বিএনপি স্থায়ী কমিটির সদস্য টুকু সিরাজগঞ্জে পুলিশের নিয়োগ পদে দ্বিতীয় দিন সম্পন্ন সিরাজগঞ্জে অবৈধভাবে এলজিইডি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

উল্লাপাড়ায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিবেদক / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জে দোকান কর্মচারী শামীম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ এম. আলী আহমেদ এ রায় প্রদান করেন। আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর ২ নম্বর গলির সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ, একই মহল্লার ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন।

এছাড়া, মামলার অন্য আসামি উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের জুড়ান প্রামাণিকের ছেলে রিপনকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সকাল ১০টার দিকে অর্ডারের মালামাল সরবরাহ ও বাকি টাকা সংগ্রহ করতে সিরাজগঞ্জ শহর হতে আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম উল্লাপাড়া বাজারের বিভিন্ন দোকানে যান। রাত পৌনে ১০ টার দিকে আলাউদ্দিন স্টোরের মালিকের ছেলে রুহুল আমিনের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। এরপর শামীমের সঙ্গে আর কারও কথা হয়নি। পরে, আলাউদ্দিন স্টোরের মালিক পক্ষ ও শামীমের পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন রাত পৌনে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের একটি ফাঁকা মাঠের মধ্যে শামীমের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

 

ফারজানা খাতুন/ আজকের সিরাজগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর