সিরাজগঞ্জে দোকান কর্মচারী শামীম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ এম. আলী আহমেদ এ রায় প্রদান করেন। আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর ২ নম্বর গলির সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ, একই মহল্লার ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন।
এছাড়া, মামলার অন্য আসামি উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের জুড়ান প্রামাণিকের ছেলে রিপনকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সকাল ১০টার দিকে অর্ডারের মালামাল সরবরাহ ও বাকি টাকা সংগ্রহ করতে সিরাজগঞ্জ শহর হতে আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম উল্লাপাড়া বাজারের বিভিন্ন দোকানে যান। রাত পৌনে ১০ টার দিকে আলাউদ্দিন স্টোরের মালিকের ছেলে রুহুল আমিনের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। এরপর শামীমের সঙ্গে আর কারও কথা হয়নি। পরে, আলাউদ্দিন স্টোরের মালিক পক্ষ ও শামীমের পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন রাত পৌনে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের একটি ফাঁকা মাঠের মধ্যে শামীমের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
ফারজানা খাতুন/ আজকের সিরাজগঞ্জ