শিরোনাম
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবসের সন্মাননা স্মারক গ্রহণ করলেন স্কাউট সদস্য আবীর কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত জাহান আরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কাটাখালী নদী সংস্কারের দাবিতে মানববন্ধন তাড়াশে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত উল্লাপাড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা নুর কায়েম সবুজের নেতৃত্বে রজব আলী কলেজের নতুন অধ্যায় তাড়াশে জাতীয় যুব দিবস পালিত আওয়ামীলীগ চারিত্রিক ভাবেই ফ্যাসিস্ট- বিএনপি স্থায়ী কমিটির সদস্য টুকু সিরাজগঞ্জে পুলিশের নিয়োগ পদে দ্বিতীয় দিন সম্পন্ন সিরাজগঞ্জে অবৈধভাবে এলজিইডি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তি প্রস্তর উদ্বোধন

নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপিট মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ভিত্তি প্রস্তের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৬৩ (সদর-কামারখন্দ) ২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

শনিবার ( ১৬ মার্চ) সকালে একডালা মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এলজিইডি’র বাস্তবায়নে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, গত ১৫ বছরে এদেশে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের গরিব অসহায় মানুষের প্রতি তাঁর যে মমতা ও ভালোবাসা রয়েছে এমনটি বিশ্বের খুব কম রাষ্ট্র প্রধানের রয়েছে। তিনি তাঁর কর্মে তা প্রমাণ করেছেন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ২০৪১ সালের মধ্য বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। ৭১ এ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে সাড়ে সাত কোটি মানুষ একত্রিত হয়েছিল। ঝাপিয়ে পড়েছিল অস্ত্রধারী হানাদার বাহিনীর উপর। স্বাধীন করেছে এই দেশ। আর আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার পরিকল্পনা তৈরি করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা,
৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম,

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া খানম, কানিজ ফাতেমা,  মোছাঃ আফরোজা, জান্নাতুল ফেরদৌস, মোছাঃ লাবনী আক্তার, সুতৃষ্ণ কর্মকার, আকলিমা খাতুন, খাদিজা খাতুন, তাছমিন আরা, আশরোফীন সুলতানাসহ দপ্তরী কাম প্রহরী হাবেল প্রমুখ,
উল্লেখ্য, ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী মহোদয়কে স্কুলের পক্ষ হতে বিভিন্ন কার্যক্রম ভিডিও পাওয়ার প্রেজিন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর