সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণ ও বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা তহবিল সম্প্রসারনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ ২০২৪ ইং তারিখে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণ ও বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা তহবিল সম্প্রসারনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো: মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং সাইটসেভার্স দাতা সংস্থার জেলা সমন্বয়কারী ও প্রকল্পের কর্মীবৃন্দ। শিখবো সবাই প্রকল্পটি গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়নে ও সাইটসেভার্স এর সহযোগীতায় তাড়াশ উপজেলায় ১৫ টি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও ২টি ওপিডি সংগঠনের সক্ষমতা এবং দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।