শিরোনাম
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবসের সন্মাননা স্মারক গ্রহণ করলেন স্কাউট সদস্য আবীর কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত জাহান আরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কাটাখালী নদী সংস্কারের দাবিতে মানববন্ধন তাড়াশে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত উল্লাপাড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা নুর কায়েম সবুজের নেতৃত্বে রজব আলী কলেজের নতুন অধ্যায় তাড়াশে জাতীয় যুব দিবস পালিত আওয়ামীলীগ চারিত্রিক ভাবেই ফ্যাসিস্ট- বিএনপি স্থায়ী কমিটির সদস্য টুকু সিরাজগঞ্জে পুলিশের নিয়োগ পদে দ্বিতীয় দিন সম্পন্ন সিরাজগঞ্জে অবৈধভাবে এলজিইডি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে উচ্চবিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের অন্যতম বিদ্যাপিঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকালে মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ—পাবনা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, প্রতিষ্ঠানের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, অধ্যক্ষ মাছুদ রানা, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আফছার আলী ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শামীম তালুকদার লাবু।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাছুদ রানা ওয়াসিম।
সিরাজগঞ্জ—পাবনা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আফছার আলী।

প্রতিযোগিতায় ৬’শ, ৪’শ,২’শ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, গোলক নিক্ষেপ, ভারসাম্য দৌড়, চোখ বেধে পাঁতিল ভাঙ্গা, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, রশি ঘুরানো, সুচে সুতা পরানো, বিস্কুট দৌড়, অংক দৌড়, শিক্ষক শিক্ষিকাদের জন্য ভাগ্য দৌড়, কর্মচারীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ সকলের জন্য ১৬০০ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ২৫টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
খেলাধূলার কার্যক্রম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাদিরা খানম, প্রভাষক সাখাওয়াৎ হোসেন, নীহার রঞ্জন, আমেনা খাতুন, আলী আক্কাছ, হাসান মোর্শেদ, বুলবুল আহম্মেদ, আবু রায়হান, গীতি কবিতা রায়, আব্দুল করিম খান, মাহমুদুল হাসান, আয়শা খাতুন, সম্পা দেব, রেহানা আহম্মেদ, খ.ম. মশিউর রহমান, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক শাহাদৎ হোসেন, সেলিনা বেগম, ফরিদুল ইসলাম, মজনু সরকার, আব্দুস ছালাম, ছাইফুল ইসলাম, আকতার হোসেন, আব্দুর রাজ্জাক, মাসুদা সুলতানা, সমাপিকা সাহা, তারিকুল ইসলাম, নীল রতন ঘোষ, মৌপিয়া ইসলাম, নিশাত জাহান, রেখা খাতুন, জুয়েল রানা, আব্দুর রহমান, হাবিবুল্লাহ শেখ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের প্রভাষক আব্দুল বাছেত ও মনিরুল ইসলাম। শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর