কলমেঃ হাবিবুর রহমান হেলাল
এ জীবনে নেই কোনো প্রেম নেই ভালোবাসা
মনে মনে এতদিন যা ভেবেছি সবই যেন মিছে আসা।
এ জীবন বাক্যহীন ডায়েরির শূন্য পাতা
এ হৃদয়ে স্বপ্নের প্রিয়সি আজও আছে গাথা।
শূন্য মরুর পথে আজ আমি, একাই পথ চলেছি
মহাশূন্যের দ্বারপ্রান্তে সেখানেই দাঁড়িয়ে রয়েছি।
কেউ আসবে বলে এখনো এলোনা সবই যেন ফাঁকি
আমার মনের কিছু কিছু কথা, রয়ে গেছে আজও বাকি।
হয়তো আজ নবীন পল্লবে অচেনা বৃক্ষে বেঁধেছো তুমি বাসা
স্বপ্নের মাঝে হারিয়ে গেলো আমার ভালোবাসা।
পথে প্রান্তরে আজ আমি বাক্যহীন শুধু তুমি নেই বলে পাশে
দেখা হয়েছিলো তুষারের সকালে শিশিরের ভেজা ঘাসে।
তোমার কথা ভাবতে ভাবতে, আমি বৃদ্ধ হয়ে গেলাম
তবুও প্রিয়তমার দেখা, আজও না পেলাম।
মাঝে মাঝে স্বপ্নে ভাসে শুধু তোমার মুখ
হাসির মাঝে কান্না লুকিয়ে জলে ভাসে বুক।
মনের ডাইরিতে রয়েছে প্রিয় শুধু তোমার ছবি আঁকা
হয়তো পাবো কোনো একদিন প্রিয়তম তোমার দেখা।
এ জীবনে নেই কোনো প্রেম, নেই ভালোবাসা
চিরকাল ভেবেছি যাকে নিয়ে হয়েছে আজ সবই মিছে আসা।
লেখক,পরিচিতঃ- কবিতাটি লিখেছেন,হাবিবুর রহমান হেলাল।রঘুনিলি বিজ্ঞান কলেজে অধ্যায়ন রত। গ্রাম. দোবিলা। থানা. তাড়াশ। জেলা. সিরাজগঞ্জ।
6lw3pt